ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহী চীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহী চীন হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চীনা প্রতিনিধি দলের বৈঠক

ঢাকা: বাংলাদেশের হাই-টেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান। বাংলাদেশে সফররত চীনের ২০টি প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল বিনিয়োগে আগ্রহের বিষয়টি জানিয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে প্রতিনিধি দলের সাথে আনুষ্ঠানিক সাক্ষাতের আয়োজন করা হয়। চীনের স্যানডং প্রদেশের ২০টি প্রতিষ্ঠানের অন্তত ৩৫ জন প্রতিনিধি হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে এ সাক্ষাতে অংশ নেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  

এ সময় হোসনে আরা বেগম বাংলাদেশের হাই-টেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের অপার সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ যে, ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে তার পরিসংখ্যানভিত্তিক উপস্থাপনায় তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বৈদেশিক সরাসরি বিনিয়োগ (এফডিআই) ক্রমবর্ধমানভাবে বেড়ে চলেছে। চীনা কোম্পানিগুলো এ সুযোগ কাজে লাগাতে পারে।

হোসনে আরা বেগম আরও বলেন, ইতোমধ্যে কালিয়াকৈরে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি শুরু হয়েছে। শিগগিরই সেখানে ল্যাপটপ সংযোজন শুরু করবে। এখানে নামমাত্র মূল্যে জমি লিজ দেওয়া হচ্ছে। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রণোদনা সুবিধা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় হাই-টেক পার্কের বিভিন্ন প্রকল্পের পরিচালকরা তাদের প্রকল্প এলাকায় বিনিয়োগের পরিবেশ এবং সুবিধার বিষয়গুলো চীনা প্রতিনিধিদের সমনে তুলে ধরেন।

চীনা কোম্পানিগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের প্রবৃদ্ধির অংশীদার হতে আগ্রহ ব্যক্ত করেন। তারা বলেন, চীন এখন বিশ্বের বড় অর্থনৈতিক শক্তি। বাংলাদেশের উন্নয়নের সহযাত্রী হতে তারা আন্তরিকভাবে কাজ করতে ইচ্ছুক।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এসএইচএস//এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।