ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানবকল্যাণে তথ্য উন্মুক্ত করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
মানবকল্যাণে তথ্য উন্মুক্ত করতে হবে

ঢাকা: মানবকল্যাণে এবং উন্নয়নে গ্রহণযোগ্য তথ্য সবার জন্য উন্মুক্ত করতে হবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ডাটা: প্রিসিয়াস রিসোর্স ২১ সেঞ্চুরি’ বিষয়ক এক কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক তথ্য।

সপ্তম-পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য সঠিক তথ্যের কেনো বিকল্প নেই। তথ্য আদান-প্রদানে সব সমস্যা মোকাবেলা করা সহজ।       

তিনি বলেন, সরকারের লক্ষ্য ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত জাতি গড়া। এজন্য প্রয়োজন সঠিক সমৃদ্ধ তথ্য।       

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, মানসম্মত তথ্য আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যেকোনো উদ্যোগ নিতে আমাদের সময়মতো ডাটা দরকার। সরকার কোনো পলিসি গ্রহণ করে ডাটার উপর নির্ভর করে। ডাটা যতো বেশি সমৃদ্ধ হবে পলিসি মেকিং ততোই সহজ হবে।  

এসময় আরো উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, স্বাস্থ্য বিভাগের সচিব আশাদুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।