ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেডিসন ব্লু  ঢাকা ওয়াটার গার্ডেনের রমজান অফার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ৫, ২০১৯
রেডিসন ব্লু  ঢাকা ওয়াটার গার্ডেনের রমজান অফার রেডিসন ব্লু  ঢাকা ওয়াটার গার্ডেনের রমজান অফার

ঢাকা: রমজান উপলক্ষে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন নিয়ে এলো ‘এসেন্স অব আরাবিয়া’। মাসজুড়ে হোটেলটির উৎসব হলে আয়োজিত হবে আরবি ইফতারের নানা রকমের অনুষ্ঠান।

আরবের উজি থেকে শুরু করে এখানে থাকবে কুসকুস, হুমুসসহ আরও নানা রকমের খাবার। বিভিন্ন রঙের শরবত ও মিস্টান্ন খাবারের স্বাদের আনন্দ নিন রেডিসন ব্লু  ঢাকার ইফতারের বুফে।

মিষ্টির মধ্যে উম আলী, বাসবোসা, কুনাফা, আইস-এল-সরায়ার মতো মিষ্টি থেকে শুরু করে থাকবে বাবা গানুসসহ ৩০ রকমের বেশি জাতের খেজুর। শুধু তাই নয়। আরও থাকবে উটের মাংস দিয়ে বানানো বিশেষ কয়েকটি খাবার।  

রোজাদারদের জন্য রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ‘এসেন্স অব আরাবীয়া’ ইফতার বুফের এ আয়োজন রমজান মাসের আনন্দকে করবে দ্বিগুণ।

তবে আসল মজা এখানেই শেষ নয়। ইফতারে আসা সব অতিথিরাই পাবেন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। প্রথম পুরস্কারে জিতে নিতে পারেন তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে যাওয়ার তুর্কিস এয়ারলাইন্সের দুটি রিটার্ন টিকেট। দ্বিতীয় পুরস্কারে থাকছে রেডিসন ব্লু  ঢাকা ওয়াটার গার্ডেনে সঙ্গীসহ এক রাত থাকার সুযোগ।

এছাড়া তৃতীয় পুরস্কারে থাকছে পরিবারের জন্য ডিনার বুফে ও আরও নেক স্বর্ণের পুরস্কার।

রেডিসন ব্লু  ঢাকা ওয়াটার গার্ডেনের ইফতার/ডিনারের দাম ৩৯০০ টাকা তবে ৪ থেকে ১০ বছরের শিশুদের জন্য বুফের দাম ১৯০০ টাকা।

বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন একটি কিনলে একটি ফ্রি ইফতার বুফে । (শর্ত প্রযোজ্য)

রামাদান ডিভাইন্স

রমজানে রেডিসন ব্লু  ঢাকা নিয়ে এলো ‘রামাদান ডিভাইন্স’ রুম অফার। এ প্যাকেজে রয়েছে দুই জনের জন্য সুপিরিওর রুমে এক রাত থাকার সুবিধা। এর সঙ্গে রয়েছে ফ্রি ইফতার-ডিনার বুফে ও হোটেলের অন্যান্য খাবারের উপর ২৫ শতাংশ ছাড়। অতিথিরা হোটেলটির স্পাতেও পাবেন ৩০ শতাংশ ছাড়। আরও রয়েছে লেট বা আর্লি চেক-ইন ও চেক-আউটের সুযোগ।

এক রাতের এ প্যাকেজটি পাবেন মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকায়। এ প্যাকেজটি শুধু মাত্র বাংলাদেশি নাগরিকদের জন্যে। ‘রামাদান ডিভাইন্স’ অফারটি ১০ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ৩ জুন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।