ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টি-বুটিকের যাত্রা শুরু করলো হালদা ভ্যালি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মে ১৭, ২০১৯
টি-বুটিকের যাত্রা শুরু করলো হালদা ভ্যালি টি-বুটিকের যাত্রা শুরু করলো হালদা ভ্যালি

ঢাকা: দেশের চাপ্রেমীদের জন্য হালদা ভ্যালি নিয়ে এসেছে নিজস্ব বাগানের বাছাই করা উন্নতমানের চায়ের সম্ভার।

রাজধানীর গুলশানে ইউনিমার্টের শেফ’স টেবিল ১৪ মে (মঙ্গলবার) হালদা ভ্যালি টি বুটিকের যাত্রা শুরু হয়েছে। রুচিশীল ও স্বাস্থ্য সচেতন মানুষদের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালদা ভ্যালি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শামীম খান, হেড অফ বিজনেস আশিক পাশা, ব্র্যান্ড ম্যানেজার আজমাঈন রহমান ও পেড্রোল এনকে লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. কফিল উদ্দিন, হেড অফ সেলস শরীফ উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন উপলক্ষে ফুড কোর্টের সব ক্রেতার জন্য ছিল টি-বুটিকের পক্ষ থেকে বিনামূল্যে চা আস্বাদনের আয়োজন।      

রমজানে তিন ধরনের চা পাওয়া যাচ্ছে টি-বুটিকে। এগুলো- রামাদান স্পেশাল, ফ্রেশ-টি এবং আইস-টি।

রামাদান স্পেশাল ফ্লেভারে থাকছে হালদা ভ্যালি স্পেশাল-টি, পার্সিয়ান-টি, ইজিপ্সিয়ান কারকেদে-টি, মরক্কোয়ান মিন্ট-টি, টার্কিশ ট্রেডিশনাল-টি, মাগরেবি হানি-টি, শাহি মিন্ট-টি, সোলেমানি জিঞ্জার-টিসহ আরও প্রায় ১৮ ফ্লেভারের চা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।