‘দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ’ এ স্লোগানে বুধবার (২২ মে) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ডিলার, রিটেইলার, স্থানীয় প্রকৌশলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ২ শতাধিক ব্যক্তি অংশ নেন।
বসুন্ধরা সিমেন্টের ফেনীর পরিবেশক সাইফুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ইফতার আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট চট্টগ্রাম উইং ইনচার্জ মোহাম্মদ আলী খান।
তিনি বলেন, বিশ্বমানের সিমেন্ট উৎপাদনের সক্ষমতা অর্জন করে দেশের চাহিদা মিটিয়ে বসুন্ধরা সিমেন্ট এখন বিদেশেও রফতানি হচ্ছে। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের শীর্ষ অবস্থান দখল করে নিয়েছে এ সিমেন্ট।
বসুন্ধরা সিমেন্ট ফেনী সদরের টেরিটরি সেলস এক্সিকিউটিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের কুমিল্লা জোনের ডেপুটি ম্যানেজার জাকারিয়া ছিদ্দিকী।
ইফতারে দোয়া মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা মো. ইয়াসিন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসএইচডি/ওএইচ/