ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণ-আরএফএল’র ৪ প্রতিষ্ঠান পেলো ‘উৎপাদনশীলতা পুরস্কার’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
প্রাণ-আরএফএল’র ৪ প্রতিষ্ঠান পেলো ‘উৎপাদনশীলতা পুরস্কার’ পুরস্কার নিচ্ছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, ছবি: সংগৃহীত

ঢাকা: শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পণ্যের গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৮’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চার প্রতিষ্ঠান।

রোববার (২৮ জুলাই) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

পুরস্কার পাওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরির খাদ্য উপ-খাতে প্রথম হয়েছে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ অ্যাগ্রো লিমিটেড, কেমিক্যাল উপ-খাতে তৃতীয় হয়েছে আরএফএল গ্রুপের অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড। এছাড়া প্রাণ’র বঙ্গ বেকারস লিমিটেড ও সান বেসিক কেমিক্যালস লিমিটেড ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হয়েছে।

অনুষ্ঠানে ময়মনসিংহ অ্যাগ্রো লিমিটেডের পক্ষে পুরস্কার নেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। বঙ্গ বেকারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অনিমেষ সাহা ও সান বেসিক কেমিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার রুহুল এফ তালুকদার সুমন ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার নেন। এছাড়া অলপ্লাস্ট বাংলাদেশের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার সাঈদ হোসেন চৌধুরী।  

এবার ছয় ক্যাটাগরিতে ২৮ শিল্প প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেয় শিল্প মন্ত্রণালয়।  

অনুষ্ঠানে শিল্পসচিব মো. আবদুল হালিম ও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের পরিচালক এস এম আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।