ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বনশিল্প খাতে ৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদিআরব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
বনশিল্প খাতে ৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদিআরব

ঢাকা: চট্টগ্রাম কালুরঘাটে অত্যাধুনিক কারখানা নির্মাণে সৌদিআরব তিন কোটি মার্কিন ডলার (৩০ মিলিয়ন) বিনিয়োগ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, সৌদিআরবের অর্থায়নে কালুরঘাটে একটি অত্যাধুনিক আসবাবপত্র কারখানা গড়ে তোলা হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সঙ্গে সৌদিআরবের একটি কোম্পানির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 

সোমবার (২৯ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  

মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, সমঝোতা স্মারকের আওতায় চট্টগ্রাম কালুরঘাটে কারখানা নির্মাণের কাঁচামাল সরবাহ করবে বিএফআইডিসি (বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন)। কারখানার আর্থিক লাভের একটি অংশও বিএফআইডিসি পাবে। উৎপাদিত আসবাবপত্র সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হবে এবং বাংলাদেশের বহু মানুষের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।  

অনুষ্ঠানে উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ও সৌদি রাষ্ট্রদূতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯ 
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।