ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর: পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (১৮ আগস্ট) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।  

হিলি চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি রফিকুজ্জামান বাংলানিউজকে জানান, ছুটি চলাকালীন সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিলো।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।