ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চলচ্চিত্র ‘গণ্ডি’র  টাইটেল স্পন্সর এসিআই  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
চলচ্চিত্র ‘গণ্ডি’র  টাইটেল স্পন্সর এসিআই  

ঢাকা: ভুবন মাঝিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফাখরুল আরেফিন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’র টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান এসিআই লিমিটেড।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড এবং গড়াই ফিল্মসের মধ্যে একটি চুক্তি সই হয়।

এসিআই কন্স্যুমার ব্র্যান্ডসের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর ও গড়াই ফিল্মসের পক্ষে ফাখরুল আরেফিন ওই চুক্তিপত্রে সই করেন।

ফাখরুল আরেফিন বলেন, বর্তমান সময়ে একটি ভালো গল্প পর্দায় ফুটিয়ে তোলা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। অনেক সময় বাজেটের অভাবে কোনোভাবে এ ধরনের চলচ্চিত্রের গল্প বলতে হয়। এ পরিস্থিতিতে এসিআই পরিবার আমাদের পাশে দাঁড়ানোয় অনেক উপকার হলো।

এসিআইর পক্ষে সৈয়দ আলমগীর বলেন, দেশের প্রথম সারির বড় প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে এসিআই। চারটি স্ট্রাটেজিক বিজনেস ইউনিটের সমন্বয়ে এ প্রতিষ্ঠান ২৫টিরও অধিক ব্যবসার সঙ্গে জড়িত। এর বিভিন্ন ইউনিটে কাজ করছেন ২০ হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী। অনেক তরুণই এ প্রতিষ্ঠানে চাকরি করার স্বপ্ন দেখেন। প্রতিবছরই বিভিন্ন সেক্টরে কয়েক হাজার লোক নিয়োগ করি আমরা। এ ধরনের একটি প্রতিষ্ঠান হিসেবে এবারে ভালো একটি চলচ্চিত্রের টাইটেল স্পন্সর হিসেবে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে এবং নিশ্চয়ই সেটি ভালো চলচ্চিত্রের ক্ষেত্রে।

রোমান্টিক-কমেডি ঘরানার চলচ্চিত্র গণ্ডির কাহিনী মূলত বয়স্ক দু' নারী-পুরুষকে ঘিরে। অবসরে থাকা এ বয়সী নারী-পুরুষজের মধ্যে বন্ধুত্বের স্বরূপ কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে গ্রহণ করে এসব টানাপড়েনের গল্পই তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে।

চলতি বছরের সেপ্টেম্বরে এ ছবির শেষ ধাপের দৃশ্যধারণ করা হবে। এ ব্যাপারে পরিচালক জানালেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিন ঢাকার বেশ কয়েকটি লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হবে।  গণ্ডিতে অভিনয় করবেন ফেলুদাখ্যাত সব্যসাচী, সুবর্ণা মুস্তফা অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯ 
এইচজে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।