ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনসচেতনতায় শুরু হলো ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ ক্যাম্পেইন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
জনসচেতনতায় শুরু হলো ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ ক্যাম্পেইন জনসচেতনতায় পরিচ্ছন্নতার অঙ্গীকার’ ক্যাম্পেইন।

ঢাকা: দেশের সর্বস্তরের মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ স্কাউটস এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের পক্ষে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল।  

দেশের সব নাগরিকের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলাই এ ক্যাম্পেইনের উদ্দেশ্য।

 

ক্যাম্পেইন চলাকালীন ‘যেখানে সেখানে ময়লা ফেলবেন না প্লিজ’, ‘অন্তত পক্ষে একটি শিশুকে পরিচ্ছন্নতার শিক্ষা দিন, তার জীবন সুস্থ ও পরিচ্ছন্ন করতে সাহায্য করুন’ ‘খাবার আগে অনুগ্রহ করে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন’ ‘টয়লেট ব্যবহারের পর অবশ্যই হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন’ ‘সব সময় টয়লেট পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখুন’ প্ল্যাকার্ড হাতে স্কাউটদের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ক্যাম্পেইন থেকে সবার প্রতি ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের আহ্বান জানানো হয়। এদিন ক্যাম্পেইন চলে রাজধানীর শহীদ মিনার, কাকরাইল মোড়, নীলক্ষেত মোড়, শাহবাগ ও টিএসসি এলাকা। সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে ঢাকার ২৫টি, গোপালগঞ্জে দু’টি এবং চাঁদপুরের তিনটিসহ দেশের ৩০টি এলাকায় এ ক্যাম্পেইন চলবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সচিব মো. শাহ্ কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), ব্যানবেইসের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহ-সভাপতি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর এ এস এম মাকসুদ কামাল।

এছাড়া ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর মুখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ তারেক এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর পরিচ্ছন্ন দূত চিত্রনায়ক রিয়াজ এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

দেশব্যাপী অনুষ্ঠিতব্য ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ ক্যাম্পেইনের অংশ নিচ্ছে প্রায় তিন হাজার জন স্কাউট সদস্য।  

অনুষ্ঠানে পরিচ্ছন্নতার অঙ্গীকার ক্যাম্পেইনের প্রধান অতিথি দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তার লিখিত বক্তব্য পাঠ করেন একান্ত সচিব খন্দকার মশিউর রহমান।  

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণের জন্য আমি বাংলাদেশ স্কাউটসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেশের একজন আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য একটি বিশেষ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ স্কাউটস। পড়ালেখার পাশাপাশি পরিবেশ রক্ষা, বৃক্ষরোপন অভিযান, ত্রাণ বিতরণ, বাল্যবিয়ে রোধ ও রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কাজে সরকারকে সহযোগিতা করে আসছে তারা। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইন। তাদের এ কর্মসূচি শুরু হলে ডেঙ্গু প্রবণতা অনেকটাই কমবে’। তিনি সবাইকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।