ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেনাকাটায় আস্থা-নির্ভরতায় ‘বাগডুম ডটকম’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
কেনাকাটায় আস্থা-নির্ভরতায় ‘বাগডুম ডটকম’ বাগডুম ব্র্যান্ড উইক

ঢাকা: আপনার প্রয়োজনীয় সব পণ্যের বিশাল সমাহার নিয়ে শুরু হচ্ছে বাগডুম ব্র্যান্ড উইক। 

যেখানে থাকছে প্রতিষ্ঠিত ব্রান্ডের পণ্য এবং সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, সবচেয়ে কম রেটে ডেলিভারি (ঢাকার ভেতর ২৫টাকা ও ঢাকার বাইরে ৫০ টাকা ২৪ ঘণ্টা জন্য)

এছাড়া এ ব্র্যান্ড উইকে সব ধরনের পণ্যের ওপর গ্রাহকরা পাচ্ছেন ইএমআই (শূন্য শতাংশ) অফার, সঙ্গে থাকছে ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ফাস্ট ডেলিভারি। ক্যাম্পেইনটি চলবে আগামী ৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

বাগডুম ব্র্যান্ড উইকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়তায় একধাপ এগিয়ে স্মার্ট ডিভাইস মোবাইল ফোন ও হেডফোন কিনলেই পাচ্ছেন একটা ব্যাগ সম্পূর্ণ ফ্রি, সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় এবং ৬ মাসের ইএমআই সুবিধা। মোবাইল ফোন ও হেডফোন ক্যাটাগরিতে প্রতিষ্ঠিত ব্র্যান্ড অপ্পো, স্যামসাং এবং জয়রুম থাকছে বাগডুম ব্র্যান্ড উইকে।  

ইলেকট্রনিক্স ও গ্যাজেট এক্সেসরিজ ক্যাটাগরিতে Anker এর যেকোনো পণ্য কিনলেই পাচ্ছেন সর্বোচ্চ ১০ শতাংশ মূল্যছাড়।  

স্পোর্টস এবং ফিটনেস ক্যাটাগরিতে প্রতিষ্ঠিত ব্র্যান্ড Veloce বাইসাইকেলের ওপর থাকছে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় ও ৬ মাসের ইএমআই সুবিধা।

বাগডুম ডটকম এ আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক্স হোম এবং কিচেন এপ্লায়েন্স ক্যাটাগরিতে থাকছে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্রান্ডের পণ্য।  

এছাড়া ভোগ্যপণ্য ক্যাটাগরিতে থাকছে স্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, রেকিট বেনকিজার লিমিটেড, এসিআইসহ আরও অন্যান্য প্রতিষ্ঠিত ব্রান্ডের প্রোডাক্টসের ওপর আকর্ষণীয় অফার।

এছাড়া আপনার নিত্যপ্রয়োজনীয় পোশাক ও সাজগোজের জন্য থাকছে জনপ্রিয় ব্র্যান্ড এপেক্স, ইনফিনিটি, সারা লাইফস্টাইল লিমিটেড, ফগ ও ম্যারিকো।

আর তথ্য-প্রযুক্তির দিক থেকে নিজেকে একধাপ এগিয়ে নেওয়ার জন্য বাগডুম ব্র্যান্ড উইকে পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠিত ব্রান্ডের ল্যাপটপ ও অন্যান্য এক্সেসরিজ। এরমধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হলো- ASUS, HP, DELL, Logitech এবং A4Tech।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।