ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবিএলের সঙ্গে না.গঞ্জ জেলা পুলিশের চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ইউসিবিএলের সঙ্গে না.গঞ্জ জেলা পুলিশের চুক্তি সই চুক্তি সই অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশের চুক্তি সই হয়েছে।

সম্প্রতি নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত এ চুক্তি সই হয়।  

চুক্তি অনুযায়ী ইউসিবির মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ইউক্যাশ এর নিকটস্থ যেকোন এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ইউক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে অতি সহজেই ট্রাফিক কেসের ফাইন পরিশোধ করা যাবে।

ইউসিবির এসইভিপি ও হেড অব মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের এ টি এম তাহমিদুজ্জামান এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল ও ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।