ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ই-কমার্স মার্চেন্টদের জন্য প্রিপেইড কার্ড 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
ই-কমার্স মার্চেন্টদের জন্য প্রিপেইড কার্ড  প্রিপেইড কার্ড উদ্বোধন অনুষ্ঠানে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন।

ঢাকা: মাস্টারকার্ড বাংলাদেশ, সাউথ ইস্ট ব্যাংক ও সিকিউর সকেট লেয়ার (এসএসএল) ওয়ারল্যাসের নিরাপদ পেমেন্ট গেটওয়ের সহযোগিতায় ই-কমার্স মার্চেন্টদের জন্য প্রিপেইড কার্ড চালু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর)  সাউথ ইস্ট ব্যাংকের পক্ষ থেকে পাঠানো  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো ই-কমার্স মার্চেন্টদের জন্য প্রিপেইড কার্ড চালু হয়েছে।

এ কার্ডের মাধ্যমে ই-কমার্স মার্চেন্ট, ফেসবুক মার্চেন্ট, এসএমই মার্চেন্ট ও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

প্রিপেইড কার্ড উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, এসএসএল এর পরিচালক এবং সিও আশীষ চক্রবর্তীসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।