ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স চলবে সৌরবিদ্যুতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স চলবে সৌরবিদ্যুতে সোলার প্যানেল স্থাপনে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে নবায়নযোগ্য ও কম জ্বালানি ব্যবহারে সোলার প্যানেল স্থাপন করবে এক্সিলন বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স ১-এ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য প্রতিষ্ঠান দু’টির মধ্যে চুক্তি হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও এক্সিলন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডি এম আবু বকর সিদ্দিকী।

ছাদের ওপর দেশের সর্ববৃহৎ এই সৌরবিদ্যুৎ প্রকল্পটির মাধ্যমে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে পরিবেশবান্ধব ও কার্বনমুক্ত ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তুলবে। এ প্রকল্পের মাধ্যমে ২ দশমিক ৪৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণ হবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটি প্রায় ২০ হাজার বর্গমিটার (২০০ মি.×১০০ মি.)  জায়গায় ৬ হাজার ৫৬০টি উচ্চক্ষমতা সম্পন্ন মনোক্রিস্টাল প্যানেল ও প্রথম শ্রেণীর ইনভার্টারের মাধ্যমে সর্বোচ্চ গুণগত মানের সৌরবিদ্যুতের নিশ্চয়তা দেবে।

প্রকল্পটির সর্বোচ্চ নিরাপত্তার জন্য উন্নত প্রযুক্তির এফরপি শিট ও বৈদ্যুতিক সরঞ্জামের জন্য উন্নতমানের সুইচ গিয়ার ব্যবহার করা হবে। প্রকল্পটির মাধ্যমে প্রায় ২ দশমিক ৮৩ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য এক্সিলন বাংলাদেশকে মনোনীত করেছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড। এতে অর্থায়ন করছে ইডকল বাংলাদেশ লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।