ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বপ্ন সুপারশপের নামে ভুয়া অফার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
স্বপ্ন সুপারশপের নামে ভুয়া অফার

ঢাকা: বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্নে’ কোনো বিনামূল্যে শপিং অফার চলছে না। ‘স্বপ্ন’ এর নাম ব্যবহার করে কিছু অসাধুচক্র নকল শপিং অফার/কুপন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ ধরনের জাল অফারের সঙ্গে ‘স্বপ্ন’ এর কোনো সংশ্লিষ্টতা নেই এবং অফারগুলোতে অংশ নিয়ে কিংবা লিংকে ক্লিক করে যেকোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হওয়ার জন্য সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

এ অসাধু কার্যক্রমের মাধ্যমে কোনো ক্রেতা ক্ষতির সম্মুখীন হলে স্বপ্ন কোনো দায়ভার নেবে না।

স্বপ্ন তার ক্রেতাসাধারণের স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেতন, তাই এসব অসাধুচক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। ‘স্বপ্ন’ সম্পর্কিত সঠিক অফার/প্রমোশন জানতে ফেসবুক পেইজ https://www.facebook.com/Shwapno.ACILL/ কিংবা আমাদের ওয়েবসাইট WWW.SHWAPNO.COM অনুসরণ করতে সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।