ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবারও সেরা করদাতা ইস্ট ওয়েস্ট মিডিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
আবারও সেরা করদাতা ইস্ট ওয়েস্ট মিডিয়া

ঢাকা: ২০১৮-১৯ করবর্ষে দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) আবারও শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা লাভ করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয় ইডব্লিউএমজিএলকে। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উপস্থিতিতে ইডব্লিউএমজিএলের পক্ষে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক আবদুল মান্নান।

 

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইডব্লিউএমজিএল গত তিন বছরের পর এবারও সেরা করদাতা প্রতিষ্ঠান নির্বাচিত হলো। এই প্রতিষ্ঠানের মালিকাধীন ছয়টি গণমাধ্যম প্রতিষ্ঠান হলো- বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর এবং রেডিও ক্যাপিটাল।  

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবার এর আগে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে নির্বাচিত হন।

এবার ৩৬টি ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মোট ১৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা দেওয়া হয়েছে।

করদাতাদের উদ্দেশে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনারা আমাদের পছন্দ করেন বলে কর দিচ্ছেন।  আপনাদের টাকা সরকার যথাযথ যায়গায় ব্যবহার করবে। আপনারা দেশের অর্থনীতিকে এগিয়ে দিচ্ছেন। ট্যাক্স দেওয়া ভালো কাজ। ভালো কাজে সবাইকে উৎসাহিত করতে হয়।

মন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত ২০টি দেশের মধ্যে থাকবো। ২০৩০ সালে আমরা তাইওয়ানকে অর্থনীতিতে পেছনে ফেলে এশিয়ার পঞ্চম দেশ হিসেবে আবির্ভূত হবো। তখন আমাদের অর্থনীতির আয়তন হবে ওয়ান ট্রিলিয়ন ডলারের ওপরে। এ কাজগুলো করবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করতে।  

জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।