ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেলায় ওয়ালটনের সাইড বাই সাইড ডোর ফ্রিজে ১০ শতাংশ ছাড়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
মেলায় ওয়ালটনের সাইড বাই সাইড ডোর ফ্রিজে ১০ শতাংশ ছাড়

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের টেম্পারড গ্লাসের সাইড বাই সাইড ডোর নন-ফ্রস্ট রেফ্রিজারেট চাহিদার শীর্ষে, বেশ বিক্রি হচ্ছে। এর প্রধান কারণ, ডিজাইনে আভিজাত্য, বিদ্যুৎসাশ্রয়ী, আন্তর্জাতিক মানসম্পন্ন, দামে সাশ্রয়ী, স্ট্যাবিলাইজার ছাড়া নিশ্চিন্তে চালানো যায় এবং ফ্রিজের ভেতরে খাবার সংরক্ষণের বিশাল জায়গা। পাশাপাশি নগদ মূল্যছাড়সহ নানা সুবিধা থাকায় মেলায় এ মডেলের ফ্রিজ বিক্রিতে ধুম পড়েছে।

ওয়ালটনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেলায় ওয়ালটনের ইন্টেলিজেন্ট ইনভার্টার, ডিজিটাল ডিসপ্লে, গ্লাস ডোর ও ফাইভ স্টার এনার্জি রেটিংযুক্ত বিভিন্ন মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের দিকে ঝুঁকেছেন ক্রেতারা। পাশাপাশি ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ওয়ালটনের আপকামিং মডেলের স্মার্ট রেফ্রিজারেটর।

মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে সব মডেলের ফ্রিজে ক্রেতারা পাচ্ছেন ১০ শতাংশ নিশ্চিত ছাড়। আরও আছে ফ্রি হোম ডেলিভারি, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইন্সটলমেন্ট) ও সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫-এর আওতায় ‘উইন্টার ফেস্টিভ্যাল’-এ রয়েছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগসহ নিশ্চিত ক্যাশব্যাক। ইতিমধ্যেই মেলায় ওয়ালটনের ফ্রিজ কিনে রাজধানীর যাত্রাবাড়ীর আবদুল জলিল নামের এক ব্যক্তি ২০০ শতাংশ ও উত্তর শাজাহানপুরের মো. শাহনেওয়াজ নামের এক ব্যক্তি ১০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন।

ওয়ালটন প্যাভিলিয়নের (নম্বর-২৬) ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, মেলায় ওয়ালটন ফ্রিজ বিক্রি হচ্ছে আশাতীত। ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে ৫৬৩ লিটারের টেম্পারড গ্লাস ডোরের সাইড বাই সাইড নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। মেলায় বিক্রি হওয়া ওয়ালটন ফ্রিজের প্রায় অর্ধেকই এ মডেলের। মেলা উপলক্ষে এ ফ্রিজের দুটি নতুন মডেল এসেছে। ৬৯ হাজার ৯০০ টাকা মূল্যের ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ মডেলটি মেলা থেকে কিনলে দাম পড়ছে ৬২ হাজার ৯১০ টাকা। আর ডিজিটাল ডিসপ্লে ছাড়া ৬৪ হাজার ৯০০ টাকা মূল্যের অন্য মডেলটি মেলায় ৫৮ হাজার ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।

ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী গোলাম মুর্শেদ জানান, মেলায় বেশি চলছে সাইড বাই সাইড ডোর মডেলের রেফ্রিজারেটর। ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তিতে তৈরি এই ফ্রিজে খাবার সংরক্ষণের জন্য নরমাল ও ডিপ অংশে রয়েছে বিশাল জায়গা। এতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড কুলিং সিস্টেম, ডায়নামিক এয়ার ফ্লো ও ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর। ফলে, কম বিদ্যুৎ খরচে খাবার ঠান্ডা হয় খুব দ্রুত। কমপ্রেসরে ব্যবহার করা হয়েছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর ৬০০এ রেফ্রিজারেন্ট। ওয়ালটনের সাইড বাই সাইড ডোর ফ্রিজ স্ট্যাবিলাইজার ছাড়াই নিশ্চিন্তে চলে।

ওয়ালটন ফ্রিজ বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর শহীদুজ্জামান রানা জানান, মেলায় প্রায় দেড়শ মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার ও বেভারেজ কুলার বিক্রি করছে ওয়ালটন। এর মধ্যে রয়েছে ১০৩ মডেলের ফ্রস্ট, ২২ মডেলের নন-ফ্রস্ট, ১১ মডেলের ফ্রিজার ও ২ মডেলের বেভারেজ কুলার। নতুন এসেছে ৩৮ মডেলের ফ্রস্ট ও ৫ মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। এসব ফ্রিজের দাম ১০ হাজার থেকে ৬৯ হাজার ৯০০ টাকার মধ্যে।

ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭৩টি সার্ভিস পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।