ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জোনের বার্ষিক বিক্রয় সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জোনের বার্ষিক বিক্রয় সম্মেলন বক্তব্য রাখছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

ঢাকা: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জোন-১’র ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২০’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কোম্পানি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি পাবনায় রত্নদ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত হয় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জোন-১’র ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২০।

’ সম্মেলন উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

এতে বক্তব্য রাখেন কোম্পানির হেড অব অপারেশন মালিক মোহাম্মদ সাঈদ, চিফ সল্সে অ্যান্ড ট্রেড মার্কেটিং কর্মকর্তা শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান এবং হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান। এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের পরিচালক মো. গোলাম কিবরিয়া, এইচআর বিভাগের উপ-মহাব্যবস্থাপক, মিস মোনামী হক ও অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অঞ্জন চৌধুরী তার বক্তব্যে মানসম্মত পণ্য বিক্রি এবং সেবার পরিধির আরও উন্নয়ন সাধন করে গ্রাহক এবং ব্যবসায়িক পার্টনারদের মন জয় করার উপর আলোকপাত করেন। প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার অবদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ দেন।  

সম্মেলনে জুনকস কন্সাল্টিং’র সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার কাজী মোহাম্মদ শাহদে বক্তব্য রাখেন।

সম্মেলনে জোন-১ (ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগ) সল্সে টিমের সব সদস্য অংশ নেন।

সম্মলেনের আগের দিন তারা ফ্যাক্টরিতে মানসম্মত পণ্য উৎপাদন ও বিতরণে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সম্মেলন শেষে ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ‘স্কয়ার সুপার হিরো অব দ্য ইয়ার-২০১৯’ সহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।

সর্বশেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বাংলাদেশি মানুষের ব্যতিক্রমী চাহিদার কথা মাথায় রেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পণ্য বিপণন করে আসছে। ব্যবসার বাইরেও দায়িত্ববোধ থেকে ভোক্তা ও পার্টনারদের কথা চিন্তা করে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড দেশ এবং সমাজের উন্নয়নের জন্য নারীশিক্ষা, নিরাপদ মাতৃত্ব, সার্ভিক্যাল ক্যানসার, নারী অধিকারের মতো অনেক সামাজিক সচতেনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।