ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অগ্রণী ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত, শাখা বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
অগ্রণী ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত, শাখা বন্ধ

ঢাকা: একজন কর্মকর্তা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের একজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রিন্সিপাল শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রিন্সিপাল শাখার বৈদেশিক বাণিজ্য লেনদেন পাশের আমিন কোর্ট শাখা থেকে সম্পন্ন করা হবে।

শামস-উল ইসলাম আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া কর্মকর্তা বৈদেশিক বাণিজ্য লেনদেনে কাজ করতেন। করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানালে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ব্যাংকে উপস্থিত আরও ৬২ জন কর্মকর্তাকেও হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।