ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্ষতিগ্রস্ত এসএমই সেক্টরকে সহায়তায় কাজ করেছে সরকার: পলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
ক্ষতিগ্রস্ত এসএমই সেক্টরকে সহায়তায় কাজ করেছে সরকার: পলক

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের এসএমই সেক্টরকে সহায়তা করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। করোনায় ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সামগ্রিক ব্যবসা বাণিজ্য যেভাবে হুমকির মধ্যে পরেছে সে সম্পর্কে সরকার সজাগ রয়েছে। কীভাবে প্রযুক্তি সেবার মান বাড়িয়ে এর সুফল ব্যবসায়ীদের মধ্যে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

রোববার (১৪ জুন) ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ শীর্ষক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে আমাদের দেশের স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তারা শুধুমাত্র সরকারের আশায় বসে নেই।

তারা নিজেদের যোগ্যতা, মেধা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে এবং একজন অপরজনের পাশে দাঁড়িয়ে আরও শক্তিশালী হচ্ছে।

উল্লেখ্য সম্প্রতি অনলাইন কনফারেন্সের মাধ্যমে এসবিজনেস তাদের ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ প্ল্যাটফর্ম উন্মুক্ত করে।

এ অনলাইন কনফারেন্সে অন্যান্যের মধ্যে আরও অংশ নেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বিষয়ক উপদেষ্টা টিনা এফ জাবীন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডন সামদানী, সেবা এক্সওয়াইজেড এর সিইও আদনান ইমতিয়াজ হালিম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সেবা এক্সওয়াইজেড এর স্ট্র্যাটেজিক হেড সামিউল কবীর।  

টিনা এফ জাবীন বলেন, ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ উদ্যোগটি খুবই সময়োপযোগী একটি পদক্ষেপ। এ সময়ে আমাদের ক্ষুদ্র ও মাঝারি  উদ্যোক্তাদের  পাশে দাঁড়ানো দরকার যাতে তাদের ব্যবসা পরিচালনার খরচের বোঝা যতটা সম্ভব কমানো যায়। এধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে একটি স্টার্ট-আপ আরেকটি স্টার্ট-আপকে সাহায্য করতে পারবে। এছাড়া, এ প্ল্যাটফর্মে ক্রেডিট ফ্যাসিলিটির মাধ্যমে অনেক ব্যবসাকে সহযোগিতা করা সম্ভব। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচাতে টিনা এফ জাবীন সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

সৈয়দ আলমাস কবীর বলেন, এ ধরনের উদ্যোগের মূল উদ্দ্যেশ্যের সঙ্গে একাত্মতা থাকার কারণে বেসিস তাদের সম্পৃক্ততা নিশ্চিত করেছে।  

আলমাস কবীর বলেন, দেশের ব্যবসা বাণিজ্যের জন্য কোভিড-১৯ পরবর্তী সমস্যা মোকাবিলার জন্য এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

সেবা এক্সওয়াইজেড এর সিইও আদনান ইমতিয়াজ হালিম বলেন, আমি মনে করি করোনা ভাইরাস যতোটুকু ঝুঁকি নিয়ে এসেছে আমাদের জন্য ঠিক ততটুকুই সুযোগ নিয়ে এসেছে। করোনা ভাইরাস না এলে টেকনোলজির উপর আমরা হয়তো এতো দ্রুত নির্ভরশীল হতাম না। প্রযুক্তির উপর এ নির্ভরশীলতা আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করবে। এসবিজনেসের মাধ্যমে আমরা যেই প্ল্যাটফর্মটা তৈরি করেছি সেখানে ক্রেতা এবং সরবরাহকারী উভয়ের মধ্যে সম্পর্ক তৈরি হবে।

উল্লেখ্য ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ প্ল্যাটফর্মটির উদ্যোগে এসবিজনেস এর সহায়ক পার্টনার হিসেবে আছে ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসাল্টেন্সি, বেটার স্টোরিস এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।  

‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ -এর পিআর ও ব্র‍্যান্ড কমিউনিকেশন পার্টনার হিসেবে কাজ করছে ব্র‍্যান্ড কনসোর্টিয়াম।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।