এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এশীয় উন্নয়ন আউটলুকের প্রতিবেদনে এ তথ্য জানায়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমলে ২০২১ সালে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) এডিবির ঢাকা অফিসের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন এডিবির টিম লিডার (বহিঃসম্পর্ক বিভাগ) গোবিন্দ বার।
এডিবি বলেছে, কোভিড-১৯ এর ফলে বাংলাদেশে মহামারিটির প্রভাব পড়েছে। যার ফলে গত তিনমাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত হ্রাস পেয়েছে। তবে ২০২১ অর্থবছরের প্রথম দুই মাসে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ উন্নীত হবে।
এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, কোভিড-১৯ এর ফলে ২০২০ অর্থবছরের প্রথম নয় মাসে বাংলাদেশের অর্থনীতি ধীর গতিতে চলবে। কিন্তু ২০২১ অর্থবছরে অর্থনীতি পুনরুদ্ধারে পূর্ণ গতি পাওয়ার সম্ভবনা রয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ আকর্ষণ, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুযোগে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সাহায্য করবে। এডিবি এখন পর্যন্ত ৬০০ মিলিয়ন ডলার ঋণ, জরুরি স্বাস্থ্য ব্যবস্থার রক্ষণাবেক্ষণ এবং মহামারিতে আর্থ-সামাজিক প্রভাব কমানোর জন্য ১.৪ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। কোভিড-১৯ মহামারির প্রভাব পুনরুদ্ধার করতে এডিবির সাহায্য অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এমআইএস/এইচএডি