ঢাকা: কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) ঋণের কিস্তি ছয় মাস আদায় না হলেই নিম্নমানের খেলাপি হিসেবে বিবেচিত হবে। এসব ঋণ ১৮ মাস পার হলে সন্দেহজনক মান এবং ৩০ মাস পার হলে মন্দমানের ঋণের পরিণত হবে।
একই সঙ্গে সিএমএসএমই খাতের সকল ঋণের প্রভিশন সংরক্ষণের হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২১ জুলাই) এসব বিষয়ে নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) ঋণের কিস্তি ছয় মাস আদায় না হলেই খেলাপি হিসেবে বিবেচিত হবে। ১৮ মাস পর্যন্ত এসব নিম্নমানের খেলাপি ঋণের জন্য ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হবে।
একইভাবে ১৮ মাস পার হলে এসব খেলাপি ঋণ সন্দেহজনক মানের হবে। ৩০ মাস পর্যন্ত এসব ঋণের জন্য ২০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হবে। ৩০ মাস পর থেকে মন্দমানের খেলাপি ঋণের জন্য ১০০ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এসই/এমজেএফ