ঢাকা: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোকদিবস স্মরণে দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর সোনারগাঁও রোডে রিহ্যাবের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে রিহ্যাব কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কামরুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রিহ্যাব নেতারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর দোয়া মাহফিলের কর্মসূচি পালন শেষে দেড় হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় রিহ্যাব নেতারা বঙ্গবন্ধুর জীবন দর্শন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ।
তিনি বলেন, শুধুমাত্র স্বাধীনতা অর্জনই নয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিশ্বের দরবারে সমহিমায় প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে জাতির পিতার অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক মোহাম্মদ আলী দীন, নাইমুল হাসান, ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী, প্রদীপ কর্মকার, সেলিম রাজা পিন্টু, এস এম দেলোয়ার হোসেন, শাকিল কামাল চৌধুরীসহ বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
ইএআর/আরকেআর/এএটি