ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাহাজের দেড় লাখ টন জ্বালানি আমদানি করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
জাহাজের  দেড় লাখ টন জ্বালানি আমদানি করবে সরকার ফাইল ছবি

ঢাকা: সরকার টু সরকার (জিটুজি) প্রক্রিয়ায় জুলাই-ডিসেম্বর সময়ের জন্য এক লাখ ৫০ হাজার টন জাহাজের জ্বালানি তেল আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এসব তেল আমদানিতে সরকারের খরচ হবে প্রায় ৪৩৮ কোটি ৭০ লাখ টাকা।

বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে জুম অ্যাপসের মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ১৯তম বৈঠকে প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে মোট তিনটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে জি-টু-জি ভিত্তিতে ৭৫ হাজার টন মেরিন অয়েল আমদানির একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এর জন্য ব্যয় হবে ২১৬ কোটি ৭০ লাখ টাকা। জি-টু-জি সরবরাহকারী সংস্থা সিঙ্গাপুর ভিত্তিক পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড।

জানা গেছে, ৭৫ হাজার টন মেরিন ওয়েল জি-টু-জি ভিত্তিতে সংগ্রহের জন্য ৬টি জি-টু-জি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে কোটেশন চেয়ে গত ২৫ জুন বিপিসি চিঠি দেয়। এর জবাবে ৪টি প্রতিষ্ঠানের সাড়া পাওয়া যায়। এদের মধ্যে পিটিটি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সর্বনিম্ন কোটেশন দাতা হয়। তারাই ৭৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ করবে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি তেলের দাম কম হওয়ায় জি-টু-জি ভিত্তিতে মেরিন ফুয়েল আমদানি করলে সুবিধা হবে। তাই সরকার চলতি বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আরও ৭৫ হাজার টন মেরিন ফুয়েল (০.৫ শতাংশ সালফার) জি টু জি ভিত্তিতে আমদানির জন্য অনুমোদন দেয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ২২২ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।