হিসাবরক্ষক বা অ্যাকাউন্ট্যান্ট হলেন এমন একজন পেশাদার, যিনি আর্থিক বিশ্লেষণের মতো হিসাবরক্ষণের কাজগুলো সম্পাদন করেন। তিনি বিবৃতি, নিরীক্ষণসহ অন্যান্য কাজে রাখেন প্রত্যক্ষ ভূমিকা।
পেছনে তাকালে দেখা যায়, অ্যাকাউন্টিং পেশাটি শিল্পবিপ্লবের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পরবর্তীতে প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এর মূল কারণ ছিল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর চলমান বৃদ্ধি এবং শেয়ারহোল্ডারদের নিজেদের বিনিয়োগ এবং আর্থিক উন্নতি সম্পর্কে প্রতিনিয়ত অবহিত থাকার প্রয়োজনীয়তা। ফলশ্রুতিতে হিসাবরক্ষকের প্রয়োজনীয়তা ধীরে ধীরে সর্বব্যাপী এবং কার্যকরী হয়ে ওঠে। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে হিসাবরক্ষকই অন্যতম গুরুত্বপূর্ণ কাজটি করছেন।
একজন সনদপ্রাপ্ত হিসাবরক্ষকের নিজের কর্তব্যগুলোতে সৎ হওয়ার জন্য আইনগত দায়বদ্ধতা রয়েছে।
অর্থনীতি বিশ্লেষকদের মতে, একটি প্রতিষ্ঠানে স্বচ্ছতা আনতে হিসাবরক্ষক বা অ্যাকাউট্যান্টদের ভূমিকা অপরিসীম। ছোট বড় যে কোনো প্রতিষ্ঠানের শক্ত ভিত তৈরি এবং ভবিষ্যতে টিকে থাকতে একজন অ্যাকাউন্ট্যান্ট প্রত্যক্ষভাবে অবদান রাখেন।
হিসাবরক্ষকের পদটির বহু ক্ষেত্র রয়েছে। তিনি প্রতিষ্ঠানের আয়-ব্যয় থেকে শুরু করে যাবতীয় লেনদেনের তথ্য লিপিবদ্ধ করেন। প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা থাকে তার নখদর্পনে। ফলে যে কোনো পরিস্থিতি বিবেচনা করে কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার জোরালো ভূমিকা পরিলক্ষিত হয়। কোভিড-১৯ এর মতো মহামারিতে একটি প্রতিষ্ঠান কীভাবে আর্থিক পরিস্থিতি সামলে টিকে থাকবে সেটি একজন হিসাবরক্ষক নিরূপণ করতে পারেন। তাই বিশ্লেষকরা মনে করেন, প্রতিষ্ঠানকে টেকসই করতে পারেন একজন দক্ষ হিসাবরক্ষক।
তবে এ যুগে একজন পেশাদার হিসাবরক্ষকের ভূমিকা শুধু আর্থিক বিবরণী বা নথি তৈরি করণেই আর সীমাবদ্ধ নেই। একজন এন্ট্রিলেভেল অ্যাকাউন্টিং টেকনিশিয়ান যিনি প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ে আর্থিক তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধকরণের কাজ করেন, তিনিও একজন পরামর্শক হিসেবে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। তার দেওয়া তথ্য ব্যবহার করে বাজেট ও ভবিষ্যত পরিকল্পনা গ্রহণের ব্যাপারটা অনেকাংশেই সহজ হয়ে যায়। শুধু তাই নয়, পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও সমূহ ধারণা পাওয়া সম্ভব হয়।
এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা বড় পরিসরে লেনদেন করে থাকে। সেক্ষেত্রে একজন পেশাদার ও অভিজ্ঞ হিসাবরক্ষক সবকিছুর দেখভাল করেন। প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে পৃথক পৃথক হিসাব তৈরি করে সার্বিক নীতি নির্ধারণেও তিনি কার্যকরী ভূমিকা পালন করেন। আর তাই অ্যাকাউন্টিং পেশার গুরুত্ব দেশে বিদেশে সমানভাবে মূল্যায়িত হয়।
বোংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
নিউজ ডেস্ক