পঞ্চগড়: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিন বন্ধ রাখার পর পুনরায় বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়।
পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বাংলানিউজকে জানান, বাংলাবান্ধা-ফুলবাড়ীর স্থলবন্দরে ২০১১ সালের ২২ জানুয়ারি ইন্দো-বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের দ্বার উন্মোচন করে ইমিগ্রেশন চালুর ঘোষণা দিয়েছিলেন ভারতের সেই সময়ের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। তাই তার মৃত্যুতে একদিনের জন্য বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
এসআই