ঢাকা: পণ্যের বহুমুখীকরণে আলাদা প্রতিষ্ঠান না করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) আরেকটি উইং খোলার পরামর্শ দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও বিনিয়োগকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়া বিজিএমইএ সভাপতি রুবানা হক, ইউনিলিভার বাংলাদেশের সিইও-এমডি কেদার লেলে, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুনসহ দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা অনুষ্ঠানে অংশ নেন।
তিনি বলেন, চার থেকে পাঁচটি প্রোডাক্ট নিয়ে রপ্তানি বাণিজ্য বাড়াতে পারবো না। পুরো বিশ্ব আমাদের মনে রাখতে হবে। ডেমগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগাতে হবে। জনশক্তিকে কাজে লাগান, লোকাল ইন্ডাস্ট্রিজের জন্য অবারিত দরজা খুলে রেখেছি।
অর্থমন্ত্রী বলেন, পরামর্শ এসেছে বিডার মতো আরেকটি প্রতিষ্ঠান করার জন্য। তারা উপদেশ দেবে কোন লাইনে প্রোডাক্ট ডাইভারসিফিকেশন করবো। আরেকটি প্রতিষ্ঠান না করে বিডা যদি আরেকটি উইং করে পৃথিবীর কোন কোন দেশ কীভাবে ডাইভারসিফিকেশন করছে তা দেখে সেসবের সঙ্গে সঙ্গতি করে করা যায়।
অর্থমন্ত্রী বলেন, বিগত চার বছর ধরে বিডা আশার আলো দেখাচ্ছে। ফেইল করার কোনো মানুষ এখন বিডার সঙ্গে সম্পৃক্ত নেই।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কম জানিয়ে অর্থমন্ত্রী বলেন, পৃথিবীতে এ মুহূর্তে জিডিপির সাইজ হচ্ছে ১৮ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে ৬০ শতাংশ হচ্ছে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, ভেরি আনফোরচুনেটলি এফডিআইয়ের পরিমাণ আমাদের কম।
যেসব জায়গায় ঘাটতি রয়ে গেছে সেগুলো ঠিক করার তাগাদা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ভিয়েতনাম যেভাবে পেরেছে সেভাবে আমাদের করতে হবে। জিডিপি গ্রোথ ৫ দশমিক দুই চার শতাংশ যা সাউথ এশিয়ার সবার উপরে থাকবে। একমাত্র ভিয়েতনামকে আমাদের কাছাকাছি মনে হয় এছাড়া আমাদের সমপরিমাণ কেউ হবে না।
বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, দেশীয় বিনিয়োগকারীদের সহায়তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করার কাজ করে যাচ্ছি।
বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, আমরা ছোট দাবি করছি ভিয়েতনামের মতো সেক্টর ডাইভারসিফিকেশন কাউন্সিল করার। বিডার অধীনে এই কাউন্সিল করলে আইন ও অবকাঠামোগত সুবিধা হবে। আশা করি এ বিষয়ে বিডা ভূমিকা রেখে যাবে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
জিসিজি/এইচএডি