ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবি ব্যাংকের পরিচালক ও তার দুই স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
এনআরবি ব্যাংকের পরিচালক ও তার দুই স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

ঢাকা: এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামান ও তার দুই স্ত্রী নাসরিন জামান এবং তৌহিদা সুলতানার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুদক। নোটিশে তাদের অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনা সম্বলিত সম্পদ বিবরণী নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে কমিশনে দাখিল করতে বলা হয়েছে।

দুদক পরিচালক কাজী শফিকুল আলম কমিশনের অনুমোদনক্রমে এ নোটিশে সই করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।