ঢাকা: ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কারা ক্রয় করতে পারবেন এবং কারা পারবেন না তা স্পষ্ট করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক ব্যতীত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, বিদেশে চাকরির বিপরীতে বৈদেশিক মুদ্রায়প্রাপ্ত পেনশনের অর্থ দ্বারা প্রবাসী বাংলাদেশিরা এবং প্রবাস হতে পেনশন প্রাপ্ত কিন্তু বর্তমানে নিবাসী বাংলাদেশিরা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয়ের সুযোগ নেই।
ওয়েজ আর্নারের মৃত্যু পরবর্তী সার্ভিস বেনিফিট বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা বেনিফিসিয়ারি কর্তৃক ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার সুযোগ নেই।
বিদেশি মালিকানাধীন শিপিং/এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিতে বাংলাদেশি পাইলট অথবা কেবিন ক্রুদের এবং বাংলাদেশি মালিকানাধীন শিপিং বা এয়ারওয়েজ কোম্পানিগুলোর বিদেশস্থ অফিসে নিয়োগপ্রাপ্ত ও তথা হতে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত মেরিনার ও পাইলট বা কেবিন ক্রুরা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এসই/এনটি