ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ০৪ পয়সা। আর শেয়ার প্রতি এনওসিএফপিএস হয়েছে ৩ টাকা ৩০ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর।
এদিকে, বছর শেষে মুনাফা করার পরও লভ্যাংশ ঘোষণা না করায় এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তলব করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
এসএমএকে/এফএম