ঢাকা: দেশে চলমান পেঁয়াজ সংকটের কারণে সাপ্তাহিক ছুটির দিনেও পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর সচিবালয় গেটে ট্রাকসেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়।
এসময় পেঁয়াজের ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। লাইনে দাঁড়িয়ে ক্রেতারা পেঁয়াজ ক্রয় করে। একইসঙ্গে ছুটির দিনে পণ্য বিক্রি করার টিসিবির এ উদ্যোগকেও স্বাগত জানান ক্রেতারা।
এসময় রাসেল হাসান নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, আমরা যারা সামান্য বেতনের চাকরি-বাকরি করি, তাদের অফিস টাইমে টিসিবির পণ্য কিনতে অনেক সমস্যা হতো। আজকে ছুটির দিন হওয়ায় কোনো সমস্যা হচ্ছে না। এজন্য টিসিবিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
টিসিবির ট্রাকসেলের বিক্রেতা বলেন, এখন থেকে সব দিন টিসিবির পণ্য বিক্রি করা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ক্রেতারা পণ্য কেনার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, আজ একজন ক্রেতা এক কেজি করে পেঁয়াজ কিনতে পারলেও আগামীকাল থেকে দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
আরকেআর/আরবি/