ঢাকা: সিমেন্টের কাঁচামাল ফ্লাই অ্যাশ আমদানিতে সাফটা অ্যাগ্রিমেন্টের আওতায় সার্টিফিকেট অব অরিজিন (সিওও) অনলাইনে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সম্প্রতি বাণিজ্য সচিব বরাবর দেওয়া বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) প্রেসিডেন্ট মো. আলমগীর কবির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সিমেন্ট উৎপাদনকারী কর্তৃপক্ষ আমদানিকৃত কাঁচামাল ফ্লাই অ্যাশ ভারত থেকে আমদানি করে থাকেন।
পৃথিবীব্যাপী কোভিড-১৯ এর জন্য দাপ্তরিক কাজ সীমিত থাকায় গত ১০ মে জাতীয় রাজস্ব বোর্ড থেকে সাফটা অ্যাগ্রিমেন্টের আওতায় মূল সার্টিফিকেট অব অরিজিন (সিওও) এর পরিবর্তে ডিজিটাল স্বাক্ষরযুক্ত অথবা স্বাক্ষর বিহীন (সিওও) গ্রহণ করে পণ্যের চালান সাময়িক শুল্কায়ন পূর্বক পণ্য খালাসের নির্দেশনা দেয়। যার মেয়াদ গত ৩০ জুন পর্যন্ত বলবৎ ছিল।
চিঠিতে আরো বলা হয়েছে, ভারতে লকডাউন থাকায় সার্টিফিকেট অব অরিজিন (সিওও) ইস্যু থেকে বিরত আছে। আমাদের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সাপ্লাইয়ারদের সাথে এ বিষয়ে যোগাযোগ করলেও তারা জানান, এখনও অনলাইনে সাফটা সার্টিফিকেট ইস্যু হচ্ছে। এজন্য এই মেয়াদ পুনঃবিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানায় বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কিন্তু জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায়।
চিঠিতে বলা হয়, এ অবস্থায় উপরে উল্লিখিত বিষয়টি বিবেচনা করে সিমেন্ট উৎপাদন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ পুনঃবিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ড যাতে দ্রুত সিদ্ধান্ত দেয় তার নির্দেশনা দিতে অনুরোধ করছি। অন্যথায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হবে। যা সরকারের উন্নয়ন কার্যক্রমেও প্রভাব পড়বে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
জিসিজি/এমজেএফ