ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের রিটেইলার্স মিট অনুষ্ঠিত

সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের রিটেইলার্স মিট অনুষ্ঠিত বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের রিটেইলার্স মিট অনুষ্ঠিত, ছবি: বাংলানিউজ

ঢাকা: বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের রিটেইলার্স মিট অনুষ্ঠিত হয়েছে৷ 

রিটেইলারদের সব চাহিদা পূরণে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের রিটেইলার ক্লাব প্রোগ্রামের অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর আইসিসিবি কনভেনশন সেন্টারে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

যাতে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী ও আবু তৈয়ব, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুব আলম এবং হেড অফ সেলস জাকারিয়া জালাল।

সাধারণত যে কোনো পণ্যের প্রোমোশনাল অফার থাকে ভোক্তা বা মূল পরিবেশকদের জন্য।

অথচ, ভোক্তারা যার থেকে পণ্য কেনেন, অথবা পরিবেশক যাদের কাছে পণ্য বিক্রি করেন, সেসব খুচরা ব্যবসায়ীরা মূলত পণ্য বিক্রি থেকে প্রাপ্ত লাভ ছাড়া কিছু পান না। রিটেইলারদের এসব চাহিদা পূরণে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড ২০১৯ সালের নভেম্বরে রিটেইলার ক্লাব প্রোগ্রাম চালু করে৷

রিটেইলার ক্লাবের মূল উদ্দেশ্য ছিলো- এলপি গ্যাসের রিটেইল ব্যবসায়ীদের পণ্য বিক্রিতে আরও আগ্রহী করে তোলা এবং ভোক্তা পর্যায়ে পণ্যের প্রতি আস্থা নিশ্চিত করা। এ প্রোগ্রামের আওতায়, একজন রিটেইলার, পরিবেশক থেকে প্রতি ১৫টি সিলিন্ডারের সঙ্গে পান একটি করে স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ড প্রোগ্রামে সর্বোচ্চ পুরস্কার একটি মোটরসাইকেল, বিদেশ ভ্রমণ, ফ্রিজ, টিভি এছাড়া ১০টি ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কার।

প্রথম ধাপে ৫৪ জন সম্মানিত রিটেইল ব্যবসায়ীকে পুরস্কার বুঝিয়ে দেওয়া হয়৷ এভাবে তিনটি ধাপে সর্বমোট ১৫০ জন রিটেইল ব্যবসায়ীকে পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে রিটেইল ব্যবসায়ী ছাড়াও পাঁচজন বসুন্ধরা অটোগ্যাস ফ্রাঞ্চাইজি ব্যবসায়ীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এ পর্যন্ত ৫০ জন অটোগ্যাস স্টেশন মালিক বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অফ সেলস জাকারিয়া জালাল বলেন, বাংলাদেশে এবারই প্রথম রিটেইলারদের নিয়ে এতো বড় পরিসরে কোনো অনুষ্ঠান আয়োজন করা হলো। ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররাই হচ্ছেন আমাদের ব্যবসার মূল সহযোগী শক্তি। তারাই আমাদের পণ্যকে সারাদেশে জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছেন। আমরা অনুভব করেছি, রিটেইলার ব্যবসায়ীরা যেভাবে আন্তরিকতার সঙ্গে আমাদের পণ্য বিক্রিতে সহযোগিতা করছেন, ব্যবসায়িক স্বার্থেই তাদের আরও উদ্বুদ্ধ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা মিট দ্য রিটেইলার্স প্রোগ্রামের মাধ্যমে সারাদেশে রিটেইলারদের নিয়ে একসঙ্গে কাজ করে বসুন্ধরা এলপি গ্যাস ব্র্যান্ড হিসেবে ভোক্তাদের মনে স্থায়ী স্থান করে নিতে চাই। আমাদের এ প্রোগ্রাম চলমান এবং ভবিষ্যতে এর প্রসার আরও বাড়ানো হবে বলে আশা রাখি।

রিটেইল ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, গ্রাহকের চাহিদা জানতে আমরা সব সময় আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা বিভিন্ন সেবার পরিকল্পনা করি।

সংগীতশিল্পী পারভেজ ও তার দলের সংগীত পরিবেশনা এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এমআইএস/ডিএন/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।