ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রণোদনা প্যাকেজের বণ্টনে সঠিক কাঠামো নিশ্চিত করতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
প্রণোদনা প্যাকেজের বণ্টনে সঠিক কাঠামো নিশ্চিত করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রণোদনা প্যাকেজ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে এবং এর বণ্টনের সঠিক কাঠামো নিশ্চিত করতে হবে। যাতে সিএমএসএমই ব্যবসায়ীগণ এর সুফল ভোগ করতে পারে; তবেই এর উদ্দেশ্যের সঠিক বাস্তবায়ন সম্ভব হবে।

সোমবার (২১ ডিসেম্বর) ‘বিজয় দিবস-২০২০ ভার্চ্যুয়াল সিএমএসএমই বিভাগীয় মেন্টরশিপ’ প্রোগ্রামে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশিপ (আইসিই) সেন্টার এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে গৃহীত ‘রিভাইভ’ প্রকল্পের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা থেকে সিএমএসএমই ব্যবসায়ীগণ এবং এই খাতের সাথে জড়িত গুরুত্বপূর্ণ অংশীদারগণ অংশগ্রহণ করেন।  

আইসিই সেন্টারের নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমান বলেন, এই প্রকল্পের ১০০ ঘণ্টার ভার্চ্যুয়াল মেন্টরশিপের মাধ্যমে যে আলোচনার শুরু হয়েছে সেটির ধারা অব্যাহত থাকবে এবং আগামীদিনের অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ইমরুল জোবায়েদ বলেন, বর্তমান বাস্তবতা বিবেচনায় শুধু অফলাইন নয় বরং সিএমএসএমই ব্যবসায়ীদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও উপস্থিতি নিশ্চিত করতে হবে। এটি একটা ব্যবসায়কে দীর্ঘ মেয়াদি সফলতা অর্জন করতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিভিন্ন সেশনে আলোচক হিসেবে অংশ নেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সিরাজগঞ্জ শাখার ম্যানেজার মো. রাকিব উদ্দিন, পার্ট টু এর সিইও নাজবুল হাসান, বিসিকের রাজশাহী জেলার ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আরিফুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে তবে এর প্রতি গুরুত্ব মানে কোনোভাবেই পণ্য বা সেবার গুণগত মানকে নিম্ন করে সফলতার আশা করা যাবে না। গুণগত মান নিশ্চিত করা সম্ভব হলেই তখন অনলাইন উপস্থিতি অতিরিক্ত ভ্যালু এড করতে সক্ষম হবে।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসকেবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।