ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাড়লো সেরা রাঁধুনীর রেজিস্ট্রেশনের সময়সীমা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
বাড়লো সেরা রাঁধুনীর রেজিস্ট্রেশনের সময়সীমা

ঢাকা: দেশের সবচেয়ে বড় কুকিং রিয়্যালিটি শো সেরা রাঁধুনীর ষষ্ঠ আসর ‘সেরা রাঁধুনী ১৪২৭’-এর রেজিস্ট্রেশনের সময়সীমা পাঁচ দিন বাড়ানো হয়েছে।  

এবারের সেরা রাঁধুনী ১৪২৭-এর রেজিস্ট্রেশন গত ৩০ ডিসেম্বর ২০২০ শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলার কথা থাকলেও অডিশন প্রক্রিয়ায় নতুনত্ব, দেশের পরিবর্তিত পরিস্থিতিসহ ইত্যাদি কারণে আগ্রহী অনেকেই যথাসময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।

এমন বিপুলসংখ্যক রাঁধুনীর অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং অসংখ্য অংশগ্রহণকারীর আগ্রহের কথা বিবেচনা করে রেজিস্ট্রেশনের সময়সীমা ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।  

আগ্রহী ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নারী-পুরুষ রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য, খাবারের ছবি, লিখিত রেসিপি ও ছবি পাঠানোর ঠিকানা: সেরা রাঁধুনী ১৪২৭, স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী বা/এ, ঢাকা-১২১২।

অথবা ইমেইল করুন [email protected] এই ঠিকানায়। রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের প্রয়োজনে যোগাযোগ করুন হটলাইন নম্বরে: ০৯৬১২১১১৩৩৩ (প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা, রোববার থেকে বৃহস্পতিবার)। রেজিস্ট্রেশন ও ভিডিও আপলোডের বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.sheraradhuni.com কিংবা সেরা রাঁধুনীর ফেসবুক পেজ: www.facebook.com/SheraRadhuni
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড রাঁধুনীর নিয়মিত উদ্যোগ ‘সেরা রাঁধুনী’। “শুধু ঘরের মানুষ আর পরিচিত মহলে নয়, আপনার রান্নার দক্ষতার কথা এবার জানবে সারাদেশ”- এই স্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হয়েছে ষষ্ঠ আসর ‘সেরা রাঁধুনী ১৪২৭’। বাংলাদেশের আনাচেকানাচে ছড়িয়ে থাকা নানারকম রান্নায় পারদর্শী রাঁধুনীদের খুঁজে বের করার প্রতিযোগিতা সেরা রাঁধুনী ১৪২৭ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। সেরা রাঁধুনীর গত দুই আসরের ভিন্ন ও সফল আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে এবারও থাকছে নতুনত্ব এবং উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অভিনব সব পর্ব, ও সঙ্গে কঠিন বিচার-বিশ্লেষণ।
প্রসঙ্গত, সারাদেশে সাতটি আলাদা অঞ্চলে ভাগ করে প্রথমে বিভাগীয় অডিশন, এরপর বিভাগীয় অডিশনে উত্তীর্ণদের নিয়ে একটি গ্র্যান্ড অডিশনের মাধ্যমে নির্বাচিত ১৫ জনকে নিয়ে শুরু হবে মূল স্টুডিও রাউন্ডের প্রতিযোগিতা। প্রতিযোগিতার নানা ধাপে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন ঘরানার রান্নায় পারদর্শিতা যাচাইয়ের পাশাপাশি রান্না পরিবেশনা, নিজেকে উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণ, খাবারের ব্যবসা চালানোর ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধি ও দক্ষতা প্রয়োগের ক্ষমতার উপর ভিত্তি করে নির্বাচিত হবেন সেরা রাঁধুনী ১৪২৭। পুরস্কার হিসেবে তিনি জিতে নেবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং পাঁচ লাখ টাকা।
সেরা রাঁধুনী ১৪২৭-এর পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে থাকছে মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচারের দায়িত্বে রয়েছে মাছরাঙা টেলিভিশন। আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রেডিও এবিসি, দৈনিক কালের কণ্ঠ, বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম এবং রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।