ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন জালাল উদ্দিন বিশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন জালাল উদ্দিন বিশ্বাস

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিন বিশ্বাস।

মঙ্গলবার (৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারী নির্দেশে পদোন্নতি দিয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে জালাল উদ্দিন বিশ্বাসকে।

 

তিনি ১৯৮৯ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। মো. জালাল বিশ্বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর মাধবপুর গ্রামে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।