ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংককে ১৬৩৭ কোটি টাকা পরিশোধ করেছে এননটেক্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
জনতা ব্যাংককে ১৬৩৭ কোটি টাকা পরিশোধ করেছে এননটেক্স

ঢাকা: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহক এননটেক্স গ্রুপ। ব্যাংকটিতে এননটেক্সের ঋণের পরিমাণ প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা।

এ ঋণের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ খেলাপি।  

জনতা ব্যাংকের খেলাপি ঋণটি নিয়মিত করার উদ্যোগ নিয়েছে এননটেক্স। শুধু এননটেক্সের ঋণটি নিয়মিত হলেই জনতা ব্যাংকের খেলাপি ঋণ ১০ হাজার কোটি টাকার নিচে নেমে আসবে। বর্তমানে জনতা ব্যংকের খেলাপি ঋণের হার প্রায় ২৫ শতাংশ। এননটেক্সের ঋণটি নিয়মিত হলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির খেলাপি ঋণের হার হবে ১৮ শতাংশেরও কম।

জনতা ব্যাংক ও এননটেক্স গ্রুপ সূত্রের তথ্য বলছে, গত সাত বছরে জনতা ব্যাংকের ঋণের বিপরীতে ১ হাজার ৬৩৭ কোটি টাকা পরিশোধ করেছে এননটেক্স। মহামারি সত্ত্বেও আগামী আগস্টের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিকে মোট ৮৭ কোটি টাকা পরিশোধ করার উদ্যোগ নিয়েছে শিল্প গ্রুপটি। ঋণের কিস্তি ও ডাউনপেমেন্ট হিসাবে এ পরিমাণ অর্থ এননটেক্স পরিশোধ করলে খেলাপি হওয়া ঋণটি নিয়মিত করতে পারবে জনতা ব্যাংক। এর ফলে জনতা ব্যাংকের খেলাপি ঋণ কমার পাশাপাশি এননটেক্স গ্রুপের বৈদেশিক বাণিজ্যের পথ সহজ হবে।

বর্তমানে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এর মধ্যে এননটেক্সের সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ নিয়মিত হলে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১০ হাজার কোটি টাকার নিচে নেমে আসবে বলে জানান রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদ।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০১৪ সালে এননটেক্স গ্রুপ জনতা ব্যাংককে ১৯২ কোটি টাকা পরিশোধ করে। এরপর ২০১৫ সালে ২৩৬ কোটি, ২০১৬ সালে ২৯৬ কোটি, ২০১৭ সালে ৩৪২ কোটি ও ২০১৮ সালে ২৮৬ কোটি টাকা পরিশোধ করেছে গ্রুপটি। ২০১৯ সালে নানা বিতর্ক সত্ত্বেও ৮৬ কোটি টাকা পরিশোধ করেছে এননটেক্স।

চলমান মহামারি সৃষ্ট অর্থনৈতিক দুর্যোগ সত্ত্বেও গ্রুপটির প্রতিটি প্রতিষ্ঠান উত্পাদনে আছে বলে জানান এননটেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস বাদল। তিনি বলেন, এননটেক্স গ্রুপ বর্তমান সরকারের কর্মসংস্থান সৃষ্টি ও রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলমান মহামারিতে যেখানে দেশের অনেক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উত্পাদন বন্ধ হয়ে গেছে, তখনও এননটেক্সের প্রতিটি প্রতিষ্ঠান সচল আছে। আমাদের শিল্পগ্রুপে কর্মসংস্থান হয়েছে ২৬ হাজার মানুষের। করোনায় দেশের অনেক শিল্প প্রতিষ্ঠানই তাদের শ্রমিকদের বেতন-ভাতা কমিয়েছে। কিন্তু আমরা বেতন-ভাতা না কমিয়ে উল্টো কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়িয়েছি। কিস্তি পরিশোধ ও পুনঃতফসিলের মাধ্যমে ব্যাংকের সব ঋণ নিয়মিত করার উদ্যোগও চূড়ান্ত পর্যায়ে আছে।

করোনার মধ্যেও এননটেক্স গ্রুপের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদ। তিনি বলেন, এননটেক্স গ্রুপ এখন পর্যন্ত জনতা ব্যাংককে দেড় হাজার কোটি টাকারও বেশি পরিশোধ করেছে। নানা কারণে গ্রুপটির ঋণের কিছু অংশ খেলাপি হয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পুনঃতফসিলের বিশেষ নীতিমালা অনুযায়ি এননটেক্সের ঋণ নিয়মিত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। গ্রুপটি আগস্ট মাসের মধ্যে কিস্তি হিসাবে ৪০ কোটি টাকা এবং ডাউনপেমেন্ট হিসাবে ৪৭ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে। এ টাকাগুলো পরিশোধ হলে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণও কমে আসবে। এননটেক্সের সব ঋণ নিয়মিত হয়ে গেলে জনতা ব্যাংকও উপকৃত হবে। ঋণটি নিয়মিত হলে জনতা ব্যাংকের মুনাফা, মূলধন, সঞ্চিতিসহ ব্যাংকের সবকটি সূচকে বড় ধরনের পরিবর্তন আসবে।

এননটেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস বাদল জানান, গত তিন বছরে এননটেক্স নিয়ে নানা নেতিবাচক কথা হয়েছে। তারপরও আমাদের প্রতিষ্ঠানের কোনো কর্মী মনোবল হারায়নি। কর্মকর্তা-কর্মচারীদের পাশে থেকে আমি প্রতিটি কর্মীকে উজ্জিবিত রাখার চেষ্টা করেছি। এননটেক্সের কারখানায় যুক্তরাষ্ট্র, জার্মানী এবং সুইজারল্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ বছর উত্পাদনে থাকলে ব্যাংকের সব ঋণই পরিশোধ হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।