ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজার থেকে ২৬০৫ কোটি তুলেছে কেন্দ্রীয় ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
বাজার থেকে ২৬০৫ কোটি তুলেছে কেন্দ্রীয় ব্যাংক ...

ঢাকা: আড়াই বছর পর ডাকা প্রথম নিলামে বাজার থেকে ২ হাজার ৬০৫ কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১ শতাংশের কম সুদে ৭ দিন ও ১৪দিন মেয়াদী বিলের প্রথম নিলামে প্রায় ৬হাজার কোটি টাকা জমা দেওয়ার আবেদন করে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ২ হাজার ৬০৫ কোটি টাকা তুলতে পেরেছে।

কেন্দ্রীয় ব্যাংক সুত্রে জানা গেছে, সাতদিন মেয়াদী প্রথম নিলামে বার্ষিক শুন্য দশমিক ৫৪ শতাংশ সুদে ১ হাজার ৫০৫ কোটি টাকা তোলা হয়েছে। আর ১৪ দিন মেয়াদী নিলামে শুন্য দশমিক ৭৫শতাংশ সুদে তোলা হয়েছে ১ হাজার ১শ কোটি টাকা। ৩০ দিন মেয়াদী নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১১ আগস্ট।

এর আগে সবশেষ ২০১৯ সালের ২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হয়। ওই দিন শুন্য দশমিক ২ শতাংশ সুদে সাতদিন মেয়াদী নিলামে ১৫০ কোটি টাকা তুলতে পেরেছিল বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন নিলাম বন্ধ থাকলেও বাজারে তারল্য বেড়ে যাওয়ায় ৫ আগস্ট ব্যাংকগুলোকে চিঠি দিয়ে নিলামের মাধ্যমে টাকার তোলার বিষয়টি জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদোশ সময় ০৩৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।