ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবি আয়মার আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
ইউসিবি আয়মার আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) বিশেষ নারী ব্যাংকিং সেবা, ইউসিবি আয়মার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) এ আনুষ্ঠনিক উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।

 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ ফরিদুল ইসলাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক; উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূইয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এফসিএসসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
  
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ইউসিবি আয়মা নারী গ্রাহকদের জন্য সর্বাধুনিক, নিরাপদ ও পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানে সমর্থ হবে।

বহুমুখী পণ্য ও সেবার সমন্বয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকিং লিমিটেড দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ০৮,২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।