ঢাকা: ভোজ্যতেল সয়াবিনের পর এবার খোলা পামওয়েলের দাম লিটারে কমলো ৩ টাকা। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার পামওয়েল ১৩০ টাকা।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেল পাওয়েলের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুয়ায়ী প্রতি লিটার খোলা পাওয়েলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে৷ যা আগে ছিল ১৩৩ টাকা।
এর আগে, গত রোববার তেল রিফাইনারি ও আমদানিকারক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সয়াবিন তেলর দাম কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম প্রতিলিটার বোতল জাত তেল ১৬০ টাকা, ৫ লিটার বোতলজাত ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তখন বলা হয়েছিলো পাম অয়ের দাম আগামী ২২ তারিখে নির্ধারণ করা হবে।
ওই দিন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, সয়াবিন তেলের দাম নির্ধারণ করতে সম্মত হয়েছি। পাম তেলের বিষয়ে আমাদের আরও কিছু তথ্য ও হিসাব নিকাশের দরকার আছে। পামতেল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আসে। সুতরাং আসতে সময় কম লাগে। তাই আন্তর্জাতিক বাজারে যে বর্ধিত দাম সেই তেল বাংলাদেশের বাজারে চলে এসেছে। সেটা কীভাবে সমন্বয় করা যায়, এটার জন্য রিফাইনারি সমিতি এবং প্রতিনিধি যারা ছিলেন, তারা সময় নিয়েছেন।
বাজারে যথেষ্ট সয়াবিন ও পামওয়েল আছে জানিয়ে তপন কান্তি বলেন, ঈদ পর্যন্ত সরবরাহে ঘাটতি হওয়ার কথা নয়। তেল পাওয়া যাচ্ছে না এটা হয়তো ৮-১০ দিন আগে ছিল। তেল যথেষ্ট এসেছে। গত তিন দিন আগেও ৭৫ হাজার টন তেল এসেছে চট্টগ্রাম বন্দরে। আমার জানা মতে এখন তেলের সংকত নেই। দামও কমে এসেছে এমনিতেও। এখন থেকে উৎপাদকরা ভ্যাটের চালানের পাশাপাশি সাপ্লাই অর্ডারে (এসও) তেলের দাম লেখা থাকবে। ।
তিনি বলেন, তেলের দামের বিষয়ে আমাদের তদারকি থাকবে এবং রমজান মাস সামনে রেখে আমরা তদারকি আরও বাড়িয়েছি। তেলের ভ্যাট কমানোর কারণে আমরা আজকে দাম অনেকটা কমাতে পারলাম। আন্তর্জাতিক বাজারে দাম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছিলো। ইদানিং একটু কমেছে। সেটার প্রভাবে আসতে হয়তো আরও সময় লাগবে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
জিসিজি/এএটি