ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের জন্য সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম বিনিয়োগ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ১ লাখ টাকা প্রযোজ্য।
বুধবার (০৮ জুন) বিএসইসির ৮২৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ারবাজারে তারল্য বৃদ্ধি, সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা এবং প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও আবেদনে সুযোগ করে দিতে এই বিনিয়োগ সীমা আরোপ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসএমএকে/এমজেএফ