ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এফবিসিসিআই প্রতিনিধিদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন এফবিসিসিআই-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। এবারের সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। প্রধানমন্ত্রীর সফর পরিকল্পনা অনুযায়ী যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছাবেন ব্যবসায়ীরা।

প্রতিনিধিদলের এ সফরকালে এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

সফরকালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অফ ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচনায় অংশ নেবেন এফবিসিসিআই নেতারা। সফর উপলক্ষ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে বিটুবি সভা ও বেশকিছু সেমিনারের আয়োজনও করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশী ইমিগ্রান্ট ডে উপলক্ষ্যে নিউইয়র্কে বাণিজ্যমেলায় অংশ নেবে প্রতিনিধিদল।

এফবিসিসিআইর নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদলে রয়েছেন সংগঠনের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম, এফবিসিসিআই পরিচালক খান আহমেদ শুভ এমপি, দিলীপ কুমার আগারওয়ালা, রেজাউল করিম রেজনু সিআইপি, ড. কাজি এরতেজা হাসান সিআইপি, ড. নাদিয়া বিনতে আমিন, প্রীতি চক্রবর্তী, কে এম আখতারুজ্জামান, মো. নিজাম উদ্দিন, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), নাজ ফারহানা আহমেদ, মোহাম্মদ আলী খোকন, আলমগীর শামসুল আলামিন কাজল, তাহমিন আহমেদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাহবুবুল আলম, ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান, বংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রির পরিচালক জেসমিন আকতার, হলোগ্রাম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মামদুহা রওশন শেলী, বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম, বাংলাদেশ মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০২২
এমকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।