ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে আসছে রংপুর ডেইরি

এসএম গোলাম সামদানী স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

ঢাকা: পুঁজিবাজারে আসছে রংপুর ডেইরি অ্যান্ড ফুডস প্রডাক্টস লিমিটেড। ১০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানির প্রতিটি শেয়ারের বিপরীতে ১৫ টাকা প্রিমিয়াম চাওয়া হয়েছে।



গত ২৪ আগস্ট কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আবেদন করে।  

কোম্পানির ইস্যু ম্যানেজার অ্যালায়েন্স ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।     

রংপুর ডেইরি অ্যান্ড ফুডস প্রোডাক্টস পুঁজিবাজারে ১ কোটি ৬৩ লাখ ৪১ হাজার ৪০০টি শেয়ার ছেড়ে বাজার থেকে ৪০ কোটি কোটি ৮৫ লাখ ৩৫ হাজার টাকা সংগ্রহ করবে। কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৩ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় ২ টাকা ৬৩ পয়সা এবং শেযারপ্রতি সম্পদমূল্য ২০ টাকা ৫৩ পয়সা।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।