ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে বিভ্রান্তি

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে বিভ্রান্তি

ঢাকা: বিএনপির হরতালের কারণে সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে দেশের দুটি অনলাইন সংবাদ মাধ্যম বিভ্রান্তি ছড়িয়েছে।

অথচ এসব পরীক্ষার রুটিনে সোমবার কোনো পরীক্ষা নেই।



বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাহিমা খাতুনের নজরে আনলে তিনি বাংলানিউজকে বলেন, ‘সোমবার এইচএসসি বা সমমানের কোনো পরীক্ষা নেই। ’

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ওই দুটি সংবাদ মাধ্যমের প্রকাশিত সংবাদে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

এ সংবাদ প্রকাশের পর পাঠকরা বাংলানিউজে ফোন করে বিভ্রান্তির বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২

সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।