ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে রাজশাহীর সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ৭, ২০১২
এসএসসিতে রাজশাহীর সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান

রাজশাহী: এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী জেলায় এবারও শীর্ষ স্থান দখল করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। বোর্ডে তাদের অবস্থান তৃতীয়।

এখানকার ৫২ জন পরীক্ষার্থীর ৫১ জন অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। তারা অর্জন করেছে ৯০.৫২ পয়েন্ট।

৮৮.১৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে রাজশাহী কলেজিয়েট হাই স্কুল। এই স্কুলের অংশ নেওয়া ২০৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭০ জন।

৮৬.৯৫ পয়েন্ট পেয়ে রাজশাহী গভ: ল্যাবরেটরি স্কুলের অবস্থান তৃতীয়। তাদের ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করছে। জিপিএ-৫ পেয়েছে ৯২ জন।

৪র্থ হয়েছে রাজশাহী গভ: (হেলেনাবাদ) হাই স্কুল। বোর্ডে তারা অর্জন করেছে ৮৫.২৩ পয়েন্ট। স্কুলের ১৪০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১০ জন।

৮৫.০৭ পয়েন্ট পেয়ে এবারও জেলায় ৫ম স্থান লাভ করেছে গভ: পিএন গার্লস স্কুল। তাদের ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন।

রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল জেলায় ৬ষ্ঠ অবস্থান করেছে। তাদের ১০১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। তাদের পয়েন্ট ৮০.২২।
 
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ৭৯.১৪ পয়েন্ট পেয়ে ৭ম হয়েছে। ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৫ জন পাস করেছে। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন।

৭৪.৯৭ পয়েন্ট পেয়ে জেলায় ৮ম অবস্থানে রয়েছে মোহনপুর গভ: হাই স্কুল। তাদের ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।

এবারও ৯ম হয়েছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। তাদের পয়েন্ট হচ্ছে ৭৪.৩১। স্কুলের ৮২ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন পরীক্ষার্থী।

সর্বশেষ অর্থাৎ ১০ম অবস্থানে রয়েছে রাজশাহীর সরকারি শিরোইল হাই স্কুল। এখান থেকে ১২১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডে তাদের পয়েন্ট ৭৪.০১।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৭, ২০১২
শরীফ সুমন/ সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।