ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩ হাজার ৩৭৭ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ৭, ২০১২

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মোট তিন হাজার ৩৭৭টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। ঢাকা বোর্ডে তিন হাজার ৯৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য শতভাগ।



রাজশাহী বোর্ডে দুই হাজার ৪৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৯টি, কুমিল্লা শিক্ষা বোর্ডে এক হাজার ৫৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টি, যশোর শিক্ষা বোর্ডে দুই হাজার ৪০১টি প্রতিষ্ঠানের ১৯৯টি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টি, বরিশাল বোর্ডে এক হাজার ২৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টি, সিলেট বোর্ডে ৭৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১২১টি, দিনাজপুর বোর্ডে দুই হাজার ৩৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৩১টি প্রতিষ্ঠান শতভাগ পাসের রেকর্ড করেছে।

এছাড়া মাদ্রাসা বোর্ডে নয় হাজার ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এক হাজার ৮০১টি প্রতিষ্ঠানে পাসের শতভাগ।

কারিগরি বোর্ডের এক হাজার ৭২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।

বাংলাদেশ সময় ১৭৩৬ ঘণ্টা, ৭ মে ২০১২
এমএন/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।