ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গাইবান্ধায় এইচএসসির ফলাফল আশানুরূপ নয়

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২

গাইবান্ধা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গাইবান্ধার নামকরা কলেজগুলোর ফলাফল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আশাহত করেছে।

সরকারি মহিলা কলেজসহ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজও এবার ভালো ফলাফল করতে পারেনি।



গাইবান্ধা সরকারি কলেজের মোট ৭শ ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১শ ৬৮ জনই অকৃতকার্য হয়েছে।

এছাড়া সরকারি মহিলা কলেজে মোট ৪শ ৩০ জনের মধ্যে ৭৪ জন এবং আহম্মদ উদ্দিন শাহ স্কুল অ্যান্ড কলেজের ২শ ১৫ জনের মধ্যে ২৯ জন ফেল করেছেন।

গাইবান্ধা সরকারি কলেজে ১৬৮ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে
বিজ্ঞান বিভাগের ৯৭ জন, মানবিক বিভাগে ৩২ এবং ব্যবসায় শিক্ষায় ৩৯ জনসহ জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়া আহম্মদ উদ্দিন শাহ স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৩৩ জন, মানবিক বিভাগে ৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২ জনসহ ৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

অপরদিকে, সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে গাইবান্ধা শহরের সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে একমাত্র বাদিয়াখালী স্টেশন সিনিয়র আলিম মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৫ জন।

এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ফলাফল আশানুরূপ নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।