ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক  কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে একাডেমিক কাউন্সিলের ৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



পরে জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর, শনিবার চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তবে ভর্তির ফরম বিতরণ শুরু কখন হবে তা সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে পরে জানানো হবে। ’

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলামকে প্রধান করে ভর্তি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফজলু।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এমবিএম/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।