ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবিপ্রবি বন্ধ ঘোষণা: ৫ ছাত্র সাময়িক বহিষ্কার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১২
পাবিপ্রবি বন্ধ ঘোষণা: ৫ ছাত্র সাময়িক বহিষ্কার

পাবনা: কিছু উচ্ছৃঙ্খল ছাত্র ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) আগামী ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা ও বিভিন্ন বিভাগের ৫ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একইসঙ্গে শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও তাদের শারিরীকভাবে লাঞ্ছিত করার বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



সাময়িক বহিষ্কৃতরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. বাকি বিল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান সজিব, ইলেক্টিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র আল আমিন, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন ও একই বিভাগের একই বর্ষের ছাত্র খালেদ হোসেন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার বাংলানিউজকে জানান, গত ১৭ জুলাই থেকে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র ক্লাস বর্জন করে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা ও শিক্ষকদের লাঞ্ছিত করাসহ অশালীন আচরণ করে আসছিল।

এছাড়াও বিভিন্ন মেসে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের হুমকি প্রদান, বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলে বাধা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে রিজেন্ট বোর্ডের জরুরি সভায় আগামী ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও ৫ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ গত ১৭ জুলাই থেকে সেমিস্টার চালু, ক্যাম্পাস অবকাঠামো দ্রুত নির্ধারণ, অভিজ্ঞ শিক্ষক নিয়োগসহ ৮৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ, প্রতীকী অনশনসহ বিভিন্ন কমর্সূচি পালন করে আসছিলেন।

সর্বশেষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৬ জুলাই দাবি বাস্তবায়নের শেষ সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা।

দাবি বাস্তবায়ন না করায় গত ২৯ জুলাই থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) অপসারণের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন।

এরই জের ধরে বুধবার সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের লাঠিচার্জে ৫ ছাত্র আহত হয়। এ সময় পুলিশ ৫ শিক্ষার্থীকে আটক করে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।