ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলানিউজে সংবাদের জের: বুয়েটের ওয়েবসাইট বন্ধ করলেন ভিসি

মনোয়ারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১২
বাংলানিউজে সংবাদের জের: বুয়েটের ওয়েবসাইট বন্ধ করলেন ভিসি

ঢাকা: বাংলানিউজে বিকেলে ‍‌বুয়েটের ওয়েবসাইটে ভিসি ও প্রো-ভিসিকে পদত্যাগের আহ্বান শীর্ষক সংবাদ প্রকাশের পর বুয়েটের ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছেন ভিসি অধ্যাপক নজরুল ইসলাম। ফলে বিকেল থেকে আর ওয়েবসাইটটি দেখা যাচ্ছেনা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুয়েটের ওয়েবসাইটে বন্ধ করার নির্দেশ দিয়েছেন উপাচার্। কারন এই বিষয় যেন আর কেউ জানতে না পারে।

অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন, বাংলানিউজের সংবাদের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এবং দ্রুত সাইটটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, ড.এস এম লুৎফুল কবির এটা লিখেছেন কিনা আমরা তা নিশ্চিত নই। সাইটটি হ্যাক করেও কেউ কথাগুলো লিখতে পারে।  

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও বুয়েটের ভিসির বক্তব্য পাওয়া যাযনি।

প্রসঙ্গত, বুযেটের অফিসিযাল ওয়েবসাইট http://www.buet.ac.bd/ হোমপেজে ভিসি ও প্রোভিসির ছবির নিচে ভিসি ও প্রোভিসিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ( আইআইসিটি) এর পরিচালক ড.এস এম লুৎফুল কবির।   বুধবার বেলা ৩ টার পর থেকে বুয়েটের ওয়েবসাইটে এটি প্রদর্শিত হচ্ছিলো। সেখানে লেখা ছিলো- H’ble VC Sir, Please Resign and Save our beloved BUET – Appealed by Prof. S. M. Lutful Kabir, Director, IICT ।

অফিসিয়াল ওয়েবসাইটে এ ধরনের আন্দোলনের ঘটনা দেশে এটাই প্রথম। বুয়েটের ছাত্র-শিক্ষকদের মধ্যে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, গতকাল ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চলমান ধর্মঘটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময় ২১৪২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
এমআইআর/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।